শরীরে কোন অঙ্গ থেকে সামান্য রক্ত বের হলে কি ওযু নষ্ট হয়ে যাবে ?
প্রশ্নঃ-
সম্মানিত মুহতারাম, আমার ডায়াবেটিস আছে। গতকাল ডায়াবেটিস মাপানোর সময় গ্লুকোমিটারের কলম দিয়ে আঙুল থেকে সামান্য রক্ত বের হয়,যা গড়িয়ে পড়ার পরিমাণ ছিল না।তাই,কাটা অংশটা আমি বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে ফেলি।অতপর ঐ অবস্থাতেই পুনরায় ওযু না করে এবং হাত না ধুয়ে নামায আদায় করি।
এখন হুজুরের নিকেটে আমার জানার বিষয় হলো,এভাবে রক্ত বের হওয়ার পরও পুনরায় ওযু না করে এবং হাত না ধুয়ে নামায আদায় করা কি ঠিক হয়েছে?
উত্তরঃ-
উপরের উল্লেখিত ক্ষেত্রে আঙুল থেকে বের হওয়া রক্ত যেহেতু এতই অল্প ছিল যে,তা নিজ স্থান থেকে গড়িয়ে পড়া পরিমাণ ছিল না,তাই এর কারণে ওযু নষ্ট হয়নি। অতএব,এরপরে পুনরায় ওযু না করে এবং হাত না ধুয়ে আপনি যে নামায পড়েছেন তা আদায় হয়ে গেছে।
দলিলঃ-
-কিতাবুল আছল: ১/৪৪পৃ; কিতাবুল আছার,ইমাম আবু ইউসুফ,বর্ণনা ২৩; শরহু জামিউস সগীর,কাযীখান: ১/৩০পৃ; আল বাহরুর রায়েক: ১/৩৩পৃ; আলমুহীতুল বুরহানী: ১/১৯৫ পৃ; আদ্দুররুল মুখতার: ১/১৪০পৃ;
সত্যের কাফেলার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিও করা হয়। ;
comment url