ওযুতে থুতনির নিচের অংশ ধুতে ভুলে গেলে কি ওযু হবে ?

 প্রশ্নঃ-

মুহতারাম হুজুর, একদিন জোহরের সময় মসজিদে পৌঁছাতে দেরি হয়ে যায়। ফলে,জামাত শুরু হয়ে যাওয়ায় আমি তাড়াহুড়া করে ওযু করে জামাতে শরিক হই। কিন্তু ওযুর সময় থুতনির নিচের অংশ ধুতে ভুলে যায়।

এখন হুজুরের কাছে আমার জানার বিষয় হলো,থুতনির নিচের অংশ না ধোয়াতে কি আমার অজুতে কোন সমস্যা হয়েছে আর আর আমি যে নামাজ পড়েছি তা কি আদায় হয়েছে.?

উত্তরঃ-

আপনার ওযু সহীহ হয়েছে।কেননা, অজুতে থুতনির নিচের অংশ ধোয়া আবশ্যক নয়। সুতরাং, এই অজু দ্বারা যে নামাজগুলো পড়েছেন তা আদায় হয়ে গেছে।

দলিলঃ-

জামিউর রুমুজ: ১/২৪পৃ; আসসিআয়া: ১/৪৬পৃ;আলবিনায়া:১/৬৩পৃ; খুলাসাতুল ফতোয়া:১/২১পৃ; রদ্দুল মুহতার:১/৯৬পৃ; 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সত্যের কাফেলার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিও করা হয়। ;

comment url