কোন মহিলার যদি এলোমেলো ভাবে হায়েজ (মাসিক) আসে তাহলে সে কি করবে ?

 প্রশ্নঃ-

এক মহিলার প্রতি মাসে তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মোট সাত দিন হায়েজ (মাসিক) আসে। এই মাসে তিন তারিখে এক দিন হায়েজ (মাসিক) আসার পরই বন্ধ হয়ে যায়। দশ দিনের ভেতর আর হায়েজ (মাসিক) আসেনি। আবার বারোতম দিনে হায়েজ (মাসিক) এসে তিন দিন থেকে আবার বন্ধ হয়ে যায়। বিশ নম্বর দিন আবার আসে। এভাবে এখনো চলছে। আজ বাইশতম দিন।

এখন মুহতারামের নিকট জানার বিষয় হল, এই মহিলা কোন দিনগুলো হায়েজ (মাসিক) হিসেবে গণ্য করবে আর কোন দিনগুলো ইস্তেহাজা ? নাকি সবগুলো দিনই ইস্তেহাজা হিসেবে গণ্য করবে ?

উত্তরঃ-

উপরে উল্লেখিত ক্ষেত্রে তিন তারিখে হায়েজ (মাসিক) আসার পর এক দিন পরই তা বন্ধ হয়ে গেলেও যেহেতু, পনেরো দিনের আগেই বারোতম দিনে আবার হায়েজ (মাসিক) এসেছে, তাই মাঝের এই দিনগুলোতে স্রাব (রক্ত) দেখা না গেলেও প্রথম যেদিন স্রাব (রক্ত) দেখেছে সেদিন থেকে আগের অভ্যাস অনুযায়ী মোট সাত দিন অর্থ্যাৎ  দশতম দিন পর্যন্ত হায়েজ (মাসিক) হিসেবে গণ্য করবে। আর বাকি দিনগুলো ইস্তেহাজা হিসেবে গণ্য করবে। সুতরাং বাকি দিনগুলোতে স্রাব দেখা গেলেও তখন নামায পড়বে।

দলিলঃ-

-কিতাবুল আছল: ২/১৪ পৃ; আলমাবসুত সারাখসী: ৩/১৫৪,১৭৯ পৃ; আলমুহীতুর রাযাবী: ২/৯৪ পৃ; ফাতহুল কাদির: ১/১৫৩পৃ; আদ্দুররুল মুখতার: ১/২৯৮পৃ;


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সত্যের কাফেলার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিও করা হয়। ;

comment url