নামাযে ভুলের কারণে ইমাম সাহেব সাহু সিজদা দিলে মাসবুক ব্যক্তিও কি ইমামের সাথে সালাম ও সাহু সিজদা দুইটাই দিবে?
প্রশ্নঃ-
সম্মানিত মুফতি সাহেব,আমার জানার বিষয় হলঃ নামাজে ইমামের ভুলের কারণে ইমাম সাহেব সাহু সিজদা দিলে মসবুক ব্যক্তি (যে ইমামের সাথে পুরো নামায পায়নি,বরং কিছু রাকাত ছুটে গেছে) সে কি করবে? সেও কি ইমামের সাথে সাহু সিজদা ও সালামে শরীক হবে,নাকি বসে থাকবে? এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করা হলো ।উত্তরঃ-
মাসবুক ব্যক্তি (যে ইমামের সাথে পুরো নামাজ পায়নি, বরং কিছু রাকাত ছুটে গেছে) সে ইমামের সাথে সাহু সিজদাযর সালাম ফিরাবে না। বরং সাহু সিজদায় শরিক হবে। অবশ্য যদি মসবুক ব্যক্তি ভুলে ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরাযয়ে ফেলে, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে।দলিলঃ-
বাদায়েউস সানায়ে:১/৪২২পৃ; আল বাহরুর রায়েক:২/১০০পৃ; রদ্দুর মুহতার:২/৮২পৃ; হালবাতুল মুজাল্লী:২/৪৫২পৃ;
সত্যের কাফেলার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিও করা হয়। ;
comment url