ওযু করার সময় ব্যান্ডেজের কিছু অংশ মাসেহ করতে বাদ থাকলে কি করবে ?
প্রশ্নঃ-
মুহতারাম হুজুর, এক্সিডেন্টে আমার বাম হাত ভেঙে যাওয়ায় ডাক্তার পুরো হাত ব্যান্ডেজ করে দিয়েছে। তাই আমি ট্যাপ ছেড়ে ডান হাতের সাহায্যে ওযুর অঙ্গ গুলো ধৌত করি আর বাম হাতের ব্যান্ডেজের উপর মাসেহ করি। আজ সকালে ওযু করার সময় হাতের ব্যান্ডেজের উপর মাসেহ করলেও বেখেয়ালে ব্যান্ডেজের অগ্রভাগের দিকে কিছু অংশ মাসেহ করা হয়নি।
সুতরাং আমার জানার বিষয় হল, আমার উক্ত নামাজ কি সহিহ হয়েছে.?
উত্তরঃ-
হ্যাঁ,আপনার উক্ত নামাজ সহিহ হয়েছে। কেননা ব্যান্ডেজ এর উপর মাসেহের ক্ষেত্রে ব্যান্ডেজ এর পুরো অংশ মাসেহ করা জরুরী নয়। বরং, ব্যান্ডেজ এর অধিকাংশ স্থান মাসেহ করা হলেই ওযু হয়ে যায়।
অতএব, আপনি যেহেতু ব্যান্ডেজ এর অল্প কিছু অংশ ছাড়া এর অধিকাংশ স্থানই মাসেহ করেছেন। তাই এক্ষেত্রে আপনার ওযু সহিহ হয়েছে এবং নামাজও সহীহ হয়েছে।
দলিলঃ-
-আল মুহিতুর রাজাবী: ১/১৮৮; খুলাসাতুল ফাতাওয়া: ১/২৭; হালবাতুল মুজাল্লী: ১/৩৪৯; আল বাহরুর রায়েক: ১/১৮৭; আদ্দুররুল মুখতার: ১/২৮২
সত্যের কাফেলার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিও করা হয়। ;
comment url