দলিলঃ-
-আততাজনীস ওয়াল মাযীদ: ২/৬৯পৃ; মুখতারাতুন নাওয়াযেল: ১/৩৪৯পৃ; ইমদাদুল ফতোয়া: ৪৯৪ পৃ; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী: ২৪৩ পৃ;
আলহাদু লিল্লাহ,কলেজের এক দ্বীনদার বন্ধুর প্রচেষ্টায় দ্বীনের পথে এসেছি। কিন্তু এর পূর্বে দ্বীনের বুঝ না থাকায় বালেগ হওয়ার পর থেকে আমার অনেক নামায কাযা বা ছুটে গেছে।ঠিক মনেও নাই কত ওয়াক্ত নামায ছুটে গেছে। এখন মুহতারামের কাছে জানার বিষয় হল,আমি যদি সেগুলো আদায় করতে চাই, তাহলে কিভাবে আদায় করবো ?
উপরে উল্লেখিত ক্ষেত্রে আপনি বালেগ হওয়ার পর থেকে কোন ওয়াক্তের ফরজ নামায ও বিতির নামায কি পরিমাণ কাযা করেছেন,প্রথমে প্রবল ধারণার ভিত্তিতে তা নির্ধারণ করতে হবে। তারপর উক্ত নামাযগলো আদায়ের ক্ষেত্রে এভাবে নিয়ত করবেন, আমার জিম্মায় থাকা প্রথম ফজর (উদাহরণস্বরুপ) নামাযের কাযা পড়ছি। এভাবে প্রত্যেক নামাযের জন্য য়িত করে এই কাযা নামাযগুলো আদায় করতে থাকবেন এবং পাশাপাশি ইচ্ছাকৃত নামায কাযা করার কারণে আল্লাহর কাছে কায়মনোবাক্যে তাওবা-ইস্তেগফার করবেন।
-আততাজনীস ওয়াল মাযীদ: ২/৬৯পৃ; মুখতারাতুন নাওয়াযেল: ১/৩৪৯পৃ; ইমদাদুল ফতোয়া: ৪৯৪ পৃ; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী: ২৪৩ পৃ;
সত্যের কাফেলার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিও করা হয়। ;
comment url