ফতোয়ায়ে আলমগীরী (১-৬ খন্ড) বাংলা PDF

কিতাবের নামঃ- ফতোয়ায়ে আলমগীরী (১-৬ খন্ড) বাংলা



      








লেখকঃ- 

শতাব্দীর মুজাদ্দিদ বাদশাহ আল্লামা আবুল মুজাফ্ফর মোহাম্মাদ মহিউদ্দিন আওরাঙ্গজেব এবং ৫০০ মুফতি সম্পাদনা বোর্ড।
প্রকাশনাঃ- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

কিতাবের আসল নামঃ-

ফতোয়ায়ে আলমগীরী কিতাবের আসল নাম ফতোয়ায়ে হিন্দিয়া। কিন্তু উম্মাহর কাছে তা আলমগীরী নামেই পরিচিত পেয়েছে। মুঘল সম্রাট আওরঙ্গজেব ফতোয়ায়ে আলমগীরী প্রণয়নের উদ্দেশ্যে সারাবিশ্ব থেকে ফিকহের উপর বিশেষ জ্ঞানী ৫০০ জন আলেমকে নিয়োগ করেছিলেন। এটি ইতিহাসে বিরল ঘটনা।

কিতাবের বৈশিষ্ট্যঃ-

ফতোয়ায়ে আলমগীরী কিতাবে মূলত সুন্নি হানাফী মাযহাবের ভিত্তিতে শরিয়া আইন সংকলিত হয়েছে। এই কিতাবটি প্রণয়নে অনেক আলেম ওলামা অবদান রেখেছেন। এই ফতোয়ার কিতাবটি যেই গ্রন্থগুলোকে অনুসরণ করে লেখা হয়েছে, তার মধ্যে রয়েছে মহাগ্রন্থ আল কোরআন, সহীহ বোখারী, সহীহ মুসলিম,সুনানে আবু দাউদ,জামিউত তিরমিজি ইত্যাদি। 

ডাউনলোড লিংক

ফতোয়ায়ে আলমগীরী ১ খন্ড


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সত্যের কাফেলার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিও করা হয়। ;

comment url